নেত্রকোনা জেলা শ্রমিক দলের কর্মী সভা অনুষ্ঠিত
'স্বৈরাচারী সরকারের দোসররা দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে'
নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ১৬:২৩
'স্বৈরাচারী সরকারের দোসররা দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে'
নেত্রকোনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনায়ারুল হক বলেছেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের পর ছাত্র-জনতার অভূতপূর্ব গণঅভ্যূত্থানের মাধ্যমে হাসিনা সরকারের পতন হয়েছে। এখনও আন্দোলন শেষ হয়ে যায়নি। সংস্কার কাজ দ্রুত শেষ করে আগামী দুই বছর পর একটি অবাধ, সুষ্ঠু ও নিরপক্ষ নির্বাচনের মাধ্যম জনগণ সরকার প্রতিষ্ঠিত হলেই চলমান আন্দোলন শেষ হবে। স্বৈরাচারী হাসিনা আন্দোলনের মুখে দেশ ছেড়ে গেলেও তাদের দোসররা এখনও দেশকে অস্থিতিশীল করতে নানা ধরনর ষড়যন্ত্র করছে।


তিনি শ্রমিক দলসহ বিএনপি ও সকল অঙ্গ সহযাগী সংগঠনের নেতাকর্মীদর ঐক্যবদ্ধভাব সকল ষড়যন্ত্রের মোকাবিলার আহবান জানান।


২ নভেম্বর, শনিবার সকাল ১১টায় স্পাথানীয় পাবলিক হলে নেত্রকানা জেলা শ্রমিক দল আয়াজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


নেত্রকোনা জেলা শ্রমিক দলের সভাপতি মো. আকিকুর রেজা খান খোকনের সভাপতিত্ব সাধারণ সম্পাদক তারিফুর রহমান রিপনর সঞ্চালনায় কর্মী সভা উদ্বোধন করেন কেন্দ্রীয় শ্রমিক দলের সহ মহিলা বিষয়ক সম্পাদক হামিদা খাতুন। কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী, জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযাদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জিপি এডভাকট মাহফুজুল হক, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখন কেন্দ্রীয় শ্রমিক দলের সহ সভাপতি মেহেদী আলী খান।


অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা কৃষক দলের সভাপতি সালাহ্উদ্দিন খান মিল্কী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জম হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, জেলা তাঁতী দলের সভাপতি সাইফুদ্দিন খান লেলিন জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মো. সুরুজ আলী প্রমূখ।


বিবার্তা/জনি/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com