
মাগুরার শালিখা থানা পুলিশের পৃথক তিনটি অভিযানে ৩০০ গ্রাম গাজাঁসহ চার জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
মাগুরা জেলা পুলিশ সুপার মিনা মাহমুদার দিক নির্দেশনা গোপন সংবাদের ভিত্তিতে শালিখা থানার অফিসার্স ইনচার্জ মো. ওলি মিয়ার নির্দেশে এসআই নাসির উদ্দিন, এসআই আনোয়ার ও এসআই লিটন গাজী সঙ্গীয় ফোর্স উপজেলার বরইচারা গ্রামের হাজরাতলা, পাঁচকাউনিয়া ও ধনেশ্বরগাতী গ্রাম থেকে চারজন মাদক কারবারিকে ৩০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন বরইচারা গ্রামের সমির শিকদারের ছেলে সুরঞ্জিত শিকদার, একই গ্রামের বিশ্বজিৎ এর ছেলে সাধন বিশ্বাস ও পাচকাউনিয়া গ্রামের আঞ্জারুল ইসলামের ছেলে আমিন এবং ধনেরশ্বরগাতী গ্রামের মৃত নওশের আলীর ছেলে রাজ্জাক মোল্যা(৪৬)। পুলিশ জানায় ইতোপূর্বে গ্রেফতারকৃত রাজ্জাক মোল্যার বিরুদ্ধে অন্য একটি মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিলো৷
বিবার্তা/মনিরুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]