
‘দক্ষ যুবক গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
১ নভেম্বর, শুক্রবার সকাল ১০টায় এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার শুরুতে উপস্থিত সকলকে ঘুষ-দুর্নীতি না করা ও প্রশ্রয় না দেয়ার জন্য শপথ পাঠ করান ইউএনও সালমা আক্তার।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার। সভায় স্বাগত বক্তব্য দেন সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল গফুর। অন্যদের মধ্যে সহকারি কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, থানার ওসি গোলাম সারওয়ার হোসেন, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ, মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন, সফল যুব উদ্যোক্তা তৈয়বুর রহমান, কাজী নারগিস মহল সিদ্দিকা, সৈকত ইসলাম, ছাত্র সমাজের শেখ রাতুল প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা শীলা খাতুন।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত ওই সভায় বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে ৭ জনের মাঝে ৬ লাখ ২০ হাজার টাকার চেক ও সম্মানী ভাতাসহ ৬০ জন প্রশিক্ষণার্থীকে সনদ প্রদান করেন ইউএনও সালমা আক্তার। এসময় সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/জনি/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]