
দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিপাদ্য সামানে রেখে দিনাজপুরের হাকিমপুর হিলিতে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে দশটায় দিবসটি উপলক্ষে উপজেলা যুব উন্নয়ন অফিসের আয়োজনে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বাহির হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই এসে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী অমিত রায় এর সভাপতিত্বে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।
এসময় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. আব্দুস সালাম শাহ, উপজেলা সহকারী কমিশনার ভূমি লায়লা ইয়াসমিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাহিরুল ইসলাম, হিসাব রক্ষন অফিসার শফিকুর রহমান, সমাজ সেবা অফিসার মো. মাসুদ রানা, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মো. মেজবাহুর রহমান, সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, সহকারী যুব উন্নয়ন অফিসার মো. রবিউল ইসলাম প্রমুখ।
স্বগত বক্তব্য উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুস সালাম শাহ জানান, যুব উন্নয়ন মন্ত্রণালয় মূলত দেশের বেকার যুবক পুরুষ ও মহিলাদের নিয়ে কাজ করেন। বেকার যুবক পুরুষ ও মহিলাদের জেলা ও উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট ও ঋণ প্রদান করা হয়। তারা তাদের এই ঋণ গ্রহণের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন বলে আশা করেন। এবারে এই উপজেলায় ২৩ জন প্রশিক্ষণপ্রাপ্ত যুবক পুরুষ ও মহিলাদের ২৩ লাখ ২৫ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। আলোচনা সভায় বক্তারা যুব ঋণের এই টাকা কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টির আহবান জানান।
আলোচনা সভা শেষে যুব ঋণের চেক বিতরণ করা হয়।
বিবার্তা/রব্বানী/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]