রাজশাহীতে অটোরিকশা-ভটভটি সংঘর্ষে নিহত ২
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪, ১০:০৯
রাজশাহীতে অটোরিকশা-ভটভটি সংঘর্ষে নিহত ২
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীতে অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে সেনা সদস্যসহ দুজন নিহত হয়েছেন।


বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে মোহনপুর উপজেলার সইপাড়া এলাকার নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


নিহত দুজনের মধ্যে একজনের নাম পলাশ (২২)। তিনি সেনাবাহিনীর সৈনিক হিসেবে সাভার সেনানিবাসে কর্মরত ছিলেন। তার বাবার নাম মমতাজুল ইসলাম। তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার দাসপাড়া গ্রামের বাসিন্দা।


অন্যজনের নাম আব্দুল কুদ্দুস (৪০)। যিনি স্থানীয় একটি মসজিদের ইমাম। তার বাবার নাম মৃত তোতা হাজী। বাড়ি নওগাঁর রানীনগর থানার উপর তালিমপুর গ্রামে।


মোহনপুর থানার ওসি আব্দুল হান্নান বলেন, রাতে রাজশাহী থেকে নওগাঁর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি সিএনজিচালিত অটোরিকশা আরেকটি মাহেন্দ্রা থ্রি হুইলারকে ওভারটেক করছিল। এসময় বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনচালিত খড়বোঝাই ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন আহত হন। তাদের উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মৃত্যু হয়। চিকিৎসকরা জানান হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে তাদের।


ঘটনার পর ওই ভটভটি এবং অটোরিকশা থানায় নেয়া হয়েছে। মরদেহ দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। সকালে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে মরদেহ।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com