
কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ অক্টোবর, বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নঈম উদ্দীনের সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় চলতি মাসের ও গত মাসের উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুস সাকিব সজিব।
এসময় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাহেদুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মোঃ আব্দুল হালিম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল বারী সরকার, উপজেলার জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মোঃ নুর আলম মুকুল, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের সভাপতি শচিন্দ্র নাথ বর্মন ও দৈনিক মানবজমিন প্রতিনিধি সাওরাত হোসেন সোহেল প্রমুখ।
সভায় চুরি, মাদক নিয়ন্ত্রণ, বালুর ব্যবসা বন্ধকরণসহ আইন শৃঙ্খলা বিষয়ক আলোচনা হয়। পরে উপজেলা পরিষদের উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
বিবার্তা/রাফি/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]