
ঠাকুরগাঁওয়ে ৯৭ বোতল ফেন্সিডিলসহ মো. আনারুল ইসলাম (৩৭) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
৩১ অক্টোবর, বৃহস্পতিবার দুপুরে এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশ দপ্তর সেল।
সেখানে জানানো হয়, জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পিপিএম’র সার্বিক দিক-নিদের্শনায় জেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ১ জন মাদক কারবারিকে আটক করা হয়। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পীরগঞ্জ থানার ১০ নং জাবরহাট ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মাটিয়ানী গ্রাম হতে করনাই বাজারগামী কাঁচা রাস্তার উপর থেকে ৯৭ বোতল ফেন্সিডিলসহ মো. আনারুল ইসলাম (৩৭) নামের ওই মাদক কারবারিকে আটক করে।
আটক মো. আনারুল ইসলাম পীরগঞ্জ রণশিয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে।
পরবর্তীতে মাদক কারবারি আনারুলকে গ্রেফতার দেখিয়ে ডিবি পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয় বলেও জানানো হয় ওই প্রেস বিজ্ঞপ্তিতে।
বিবার্তা/বিধান/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]