ডিমলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ১৮:৫৭
ডিমলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
নীলফামারী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নীলফামারীর ডিমলায় জিতেন্দ্রনাথ রায় চক্রবর্তী ওরফে জিতেন (৪০) নামের এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছেন ডিমলা থানা পুলিশ।


মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানার এএসআই রাজু আহমেদ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বালাপাড়া ইউনিয়নের উত্তর সুন্দরখাতা ঠাকুরের স্কুল (হিন্দু পাড়া) থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃত জিতেন বালাপাড়া ইউনিয়নের উত্তর সুন্দর খাতা গ্রামের চিত্র রঞ্জন চক্রবর্তীর ছেলে। পেশায় তিনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী।


পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত জিতেনের বিরুদ্ধে এস/সি ২০০/২০২২ ধারা এন আই অ্যাক্ট ১৩৮ ধারা এর মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও বাদীকে ৫ লাখ টাকা প্রদানের রায় প্রদান করেন বিজ্ঞ আদালতের বিচারক। সেই থেকে তিনি পলাতক ছিলেন।


ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)ফজলে এলাহী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জিতেনকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছে।


বিবার্তা/মহিনুল/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com