বাগেরহাটের মোরেলগঞ্জে বিবি আফসার আলী মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভবন নির্মাণ কাজ পাঁচ বছরেও শেষ হয়নি। নির্ধারিত সময়ের চেয়ে সাড়ে তিন বছর বেশি সময় লাগিয়ে প্রায় ৮০ শতাংশ কাজ করে ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
শ্রেণিকক্ষের সংকটের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের। বিদ্যালয়টির প্রায় ৪ শত শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীরা দীর্ঘ সময় ধরে দুর্ভোগের মধ্যে রয়েছেন। ব্যাহত হচ্ছে কাঙ্ক্ষিত পাঠদান। ক্ষোভ বাড়ছে স্থানীয় অভিভাবক ও সাধারণ মানুষের মনে।
খোঁজ নিয়ে জানা যায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকির অভাবে ভবনটির ঠিকাদারি কাজ কয়েক দফা হাত বদল বা বিক্রি হয়েছে। বর্তমানে কাজ করছেন বিদ্যালয় সংলগ্ন মো. হাসান হাওলাদার। ভবনটি নির্মাণ কাজ কবে নাগাদ শেষ হবে জানতে চাইলে তিনি বলেন, আমি কাজটি নিয়েছি মো. মোতালেব হোসেনের নিকট থেকে। সে আমার আত্মীয়। আপনার তার সাথে কথা বললে ভালো হয়।
দ্বিতীয় ঠিকাদার ব্যাংক কর্মকর্তা মো. মোতালেব হোসেন বলেন, কাজটি নিয়ে অনেক লস হয়েছে। একটি প্রতারক চক্র কিছু টাকা আত্মসাৎ করেছে তাই কাজটি শেষ করতে আরও কিছুদিন সময় লাগবে। তবে, চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে কাজ শেষ করার টার্গেট রয়েছে।
প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মাণের মূল ঠিকাদারি প্রতিষ্ঠান হচ্ছে বাগেরহাটের মেসার্স মোস্তাফিজ ট্রেডার্স। ঠিকাদার মোস্তাফিজুর রহমান দেশের বাইরে থাকায় তার সাথে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।
মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বাগেরহাট জেলা নির্বাহী প্রকৌশলী মো. নাফিজ আকতার বলেন, ঠিকাদারকে তাগিদ দেওয়া হয়েছে। আগামী বছরের (২০২৫ সালের) ফেব্রুয়ারি মাসের মধ্যে ভবনটির নির্মাণ কাজ শেষ করে হস্তান্তর করার চেষ্টা চলছে।
বিবার্তা/রাজু/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]