
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানা পুলিশের এক বিশেষ অভিযানে ভারতীয় ১০৭০ পিছ ডেইরি মিল্ক চকোলেট, নগদ ৪০,০০০ টাকা এবং ১টি জিপ গাড়িসহ ২ জনকে আটক করা হয়েছে।
২৯ অক্টোবর, মঙ্গলবার বেলা ১টার সময় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) গাজী রবিউল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সহ আশুগঞ্জ উপজেলার চরচারতলা সৈয়দ নজরুল ইসলাম সেতুর, আশুগঞ্জ টোলপ্লাজার অনুঃ ২০ গজ পূর্বপাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনাকালে ১০৭০ পিছ ডেইরি মিল্ক চকোলেট, নগদ ৪০,০০০ টাকা এবং ১টি জিপ গাড়িসহ ২ জনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, মাহাফুজ আলম (৫০) নোয়াখালী জেলার চাটখিল উপজেলার দরগাহ বাজার গ্রামের নুর মোহাম্মদ এর ছেলে, মো. শওকত আকবর (৪৮) ঢাকা ডিএমপি ডেমরা পশ্চিম টেংরা কেনলেন পাড়ার জালাল আহাম্মদ এর ছেলে। তাদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
বিবার্তা/আকঞ্জি/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]