রাণীনগরে রিজিনা হত্যা মামলায় দুইজন গ্রেফতার
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ১৬:০৮
রাণীনগরে রিজিনা হত্যা মামলায় দুইজন গ্রেফতার
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নওগাঁর রাণীনগরে রিজিনা (৪০) হত্যা মামলার পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।


২৮ অক্টোবর, সোমবার রাতে ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতদের মঙ্গলবার (২৯ অক্টোবর) আদালতে প্রেরণ করা হয়েছে।


রিজিনা রাণীনগর উপজেলার ঘোষগ্রাম উত্তর সাহাপাড়া গ্রামের ইয়াজ উদ্দীনের মেয়ে।


গ্রেফতার দুইজন হলেন উপজেলার ঘোষগ্রাম উত্তর সাহাপাড়া গ্রামের সখিন উদ্দীনের ছেলে ইন্তাজ আলী (৫০) ও আরিফ হোসেনের স্ত্রী সম্পা আক্তার (২৫)।


রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, রিজিনা আক্তার কে পিটিয়ে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামীরা ঢাকার সাভারে আত্মগোপনে রয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘোষগ্রাম উত্তর সাহাপাড়া গ্রামের সখিন উদ্দীনের ছেলে ইন্তাজ আলী (৫০) ও আরিফ হোসেনের স্ত্রী সম্পা আক্তার (২৫) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।


উল্লেখ্য, চলতি বছরের ২৭ আগস্ট সন্ধ্য়ায় বাড়ির পার্শ্বে জলাশয় থেকে কচুরিপানা কাটা নিয়ে ইন্তাজসহ পরিবারের লোকজনের সাথে দ্বন্দ্ব হয় রিজিনার। এসময় রিজিনাকে পিটিয়ে গুরুতর জখম করে। পরে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর বাড়িতে আসলে তিন দিনের মাথায় গত ৭ সেপ্টেম্বর সকালে মারা যায় রিজিনা। এঘটনায় রিজিনার বোন শিউলি বিবি বাদী হয়ে সাতজনকে আসামি করে রাণীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন।


বিবার্তা/সাহাজুল/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com