
অনার্স শিক্ষকদের এমপিওভুক্তির দাবিতে নাটোরের ডিসিকে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন।
২৯ অক্টোবর, মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টা বরাবর নাটোরের ডিসিকে স্মারকলিপি প্রদান করেন নাটোর জেলার বেসরকারি অনার্স কলেজের শিক্ষকরা।
স্মারকলিপিতে নিয়োগপ্রাপ্ত সাড়ে তিন হাজার অনার্স মাস্টার্স শিক্ষকদের দীর্ঘ ৩০ বছরের অবহেলা, বঞ্চনার অবসান চান এবং দ্রুত এমপিওভুক্তির অনুরোধ জানান।
এ সময় উপস্থিত ছিলেন বেসরকারি অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী বিভাগের সমন্বয়ক প্রভাষক হেলাল উদ্দিন, ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও নাটোর দিঘাপতিয়া এমকে কলেজ ফেডারেশনের সভাপতি প্রভাষক জেসমিন আকতার, সাধারণ সম্পাদক প্রভাষক অসিম কুমার দাস, রহমত ইকবাল অনার্স কলেজের ফেডারেশনের সাধারণ সম্পাদক প্রভাষক জীবন মানিক, প্রভাষক মোহাম্মদ আলী, প্রভাষক আজিজুল হক, প্রভাষক নিলুফা জাহান, প্রভাষক শামিমা সারোয়ার প্রমুখ।
বিবার্তা/রাজু/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]