কুড়িগ্রামে জামায়েত ইসলামীর গণসমাবেশ অনুষ্ঠিত
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ২০:৫০
কুড়িগ্রামে জামায়েত ইসলামীর গণসমাবেশ অনুষ্ঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামসহ সারাদেশে হত্যাকাণ্ডের শিকার নেতাকর্মীদের বিচারের দাবিতে কুড়িগ্রামে বাংলাদেশ জামায়েত ইসলামীর গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (২৮ অক্টোবর) বিকেলে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।


এসময় বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিশ শুরা সদস্য সাবেক জেলা আমির অধ্যাপক আজিজুল রহমান স্বপন, সাবেক জেলা আমির দেওয়ান আমিনুল ইসলাম, জেলা আমির আব্দুল মতিন ফারুকী, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার সভাপতি এডভোকেট ইয়াছিন আলী সরকার, মজলিশ শুরা সদস্য জহুরুল ইসলাম, জেলা জামায়েতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল জলিল সরকার, ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি রফিকুল ইসলাম, ছাত্র শিবিরের জেলা শাখার সভাপতি মুকুল ইসলাম, ছাত্র শিবিরের জেলা সেক্রেটারি মোশাররফ হোসেন, শহর শাখার আমির আব্দুস সবুর খান, কুড়িগ্রাম সদর উপজেলা শাখার আমির ফয়েজ উদ্দিন প্রমুখ।


প্রধান অতিথি জামায়াতের কেন্দ্রীয় মজলিশ শুরা সদস্য সাবেক জেলা আমির অধ্যাপক আজিজুল রহমান স্বপন আওয়ামী ফ্যাসিস্ট সরকারের গত ১৫ বছরের দুঃশাসনসহ সকল হত্যাকাণ্ড ও গুম-খুনের বিচারের দাবি জানান।


বিবার্তা/বিপ্লব/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com