নরসিংদীতে মাদক দ্রব্যের অপব্যবহার ও পাচার রোধে সেমিনার
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ১৯:৪০
নরসিংদীতে মাদক দ্রব্যের অপব্যবহার ও পাচার রোধে সেমিনার
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে করণীয় শীর্ষক মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (২৮ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।


সেমিনারে ইমাম, শিক্ষক, এনজিও কর্মী, যুব প্রতিনিধি, শিক্ষার্থী, বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র পরিচালনাকারী, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন দপ্তরের সরকারি বেসরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন। বক্তারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণে যার যার অবস্থান হতে করণীয় ও মাদক বিস্তারের বিভিন্ন দিক তুলে ধরেন।


সেমিনারে জেলার মাদক পরিস্থিতি ও নিয়ন্ত্রণ কার্যক্রম নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নরসিংদী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সামসুল আলম। জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মোস্তাফিজুর রহমান, এনডিসি।


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন সৈয়দ মো. আমিরুল হক শামীম অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সামসুল আরেফিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম।


বিবার্তা/কামরুল/রোমেল/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com