
পরিবহণ শ্রমিককে মারধরের ঘটনায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটের সকল বাস চলাচল বন্ধ রয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) সকাল ৭টা হতে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জগামী সকল বাস চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা। পরে তারা রাজশাহী বাস টার্মিনালে আন্দোলন করে।
শ্রমিকরা জানান, সকালে এক শ্রমিককে চাঁদার জন্য চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকরা মারধর করে। এর আগেও কয়েকবার রাজশাহীর শ্রমিকদের চাঁপাইনবাবগঞ্জের মালিক সমিতিসহ সিএনজি চালকরা মারধর করে। এ নিয়ে বারবার আলোচনায় বসলেও কোনো সমাধান হয়নি।
আগে এই রুটে ১২০০ টাকা চাঁদা দেওয়া হলেও গত ৫ আগস্টের পরে থেকে দুই হাজার আটশ টাকা চাঁদা দিতে হয়। এ নিয়ে তাদের মধ্যে প্রায় মারধরের ঘটনা ঘটে। শ্রমিকদের মারধর ও চাঁদা আদায় বন্ধ না হলে বাস চলাচল বন্ধ রাখা হবে বলে জানান শ্রমিকরা।
রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা বলছেন, দুই জেলার শ্রমিকদের নিয়ে সমস্যা সমাধানের জন্য আলোচনা করা হচ্ছে।
বিবার্তা/মোস্তাফিজুর/রোমেল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]