ঠাকুরগাঁওয়ে শিক্ষক-কর্মচারী প্রতিনিধি সমাবেশ
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ১৮:৫৯
ঠাকুরগাঁওয়ে শিক্ষক-কর্মচারী প্রতিনিধি সমাবেশ
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শিক্ষক-কর্মচারীদের চাকুরি জাতীয়করণ ও বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে শিক্ষক-কর্মচারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


শিক্ষক-কর্মচারী ঐক্যজোট ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে ২৮ অক্টোবর, সোমবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাব আধুনিক মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন-শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান সেলিম ভূইয়া।


শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সমন্বয়ক তাজ উদ্দিন তাজুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সমন্বয়ক জাকির হোসেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা মো. দেলোয়ার হোসেন, শিক্ষক কর্মচারী ঐক্য জোটের রংপুর বিভাগীয় সভাপতি অধ্যাপক মঞ্জুরুল ইসলাম, শিক্ষক সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আব্দুল মান্নান, মাদ্রাসা শিক্ষক সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি এনামুল হক, জেলা বিএনপি যুগ্ম-সাধারণ সম্পাদক পয়গাম আলী প্রমুখ।


সমাবেশে বক্তারা বলেন, শিক্ষা ব্যবস্থায় বৈষম্য থাকার কারণে অনেক প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছে, যা দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের অন্যতম কারণ। দেশের সুন্দর ভবিষ্যৎ গড়তে এবং জাতিকে মানসম্মত ও উন্নত শিক্ষা ব্যবস্থায় নিতে বঞ্চিত শিক্ষকদের তাদের ন্যায্য পাওনাটুকু ফিরিয়ে দেয়া উচিত। তাই অবিলম্বে এসব বৈষম্য দূর করে শিক্ষক-কর্মচারীদের চাকুরি জাতীয়করণসহ অন্যান্য সকল সুযোগ সুবিধা নিশ্চিত করার জোর দাবি জানানো হয় সমাবেশে।


বিবার্তা/বিধান/রোমেল/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com