দুর্নীতি প্রতিরোধে খানসামায় বিতর্ক ও রচনা প্রতিযোগিতা
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ১৫:৫১
দুর্নীতি প্রতিরোধে খানসামায় বিতর্ক ও রচনা প্রতিযোগিতা
খানসামা, দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে দিনাজপুরের খানসামা উপজেলায় বিতর্ক ও রচনা প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (২৮ অক্টোবর) দুপুরে জমির উদ্দিন শাহ গার্লস স্কুল এন্ড কলেজ চত্বরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় এটি অনুষ্ঠিত হয়।


উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজ উদ্দিন।


এসময় উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক খায়রুল বাশার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জরুল হক, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাজাহান সরকার, জমির উদ্দিন শাহ গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহরিয়ার জামান শাহ নিপুণ, ছাতিয়ানগড় স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ বাবু মনোরঞ্জন রায়, উপজেলা একাডেমিক সুপারভাইজার শরীফুল কায়সার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, শিক্ষক ও শিক্ষার্থীরা।


দিনব্যাপী রচনা ও বির্তক প্রতিযোগিতা ২০২৪-এ অংশগ্রহণ করে খানসামা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, জমির উদ্দিন শাহ গার্লস স্কুল এন্ড কলেজ, খানসামা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও সখিনা-ফজলুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।


উল্লেখ্য, বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছে খানসামা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও রানার্সআপ হয়েছেন জমির উদ্দিন শাহ গার্লস স্কুল এন্ড কলেজ, পাকেরহাট।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com