
রাজশাহী বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সাথে মতবিনিময় করেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) রাজশাহী জেলা কমিটির নেতৃবৃন্দ। ২৭ অক্টোবর, রোববার দুপুরে নগর ভবনে সচিব মহোদয়ের দপ্তর কক্ষে রাসিক প্রশাসক মহোদয়ের সাথে নিসচা রাজশাহী জেলা কমিটির নেতৃবৃন্দ মতবিনিময় করেন। পরে নেতৃবৃন্দ রাজশাহীতে নিরাপদ সড়ক বিষয়ে রাজশাহী বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয়ের নিকট স্মারকলিপি হস্তান্তর করেন।
এ সময় নিরাপদ সড়ক চাই রাজশাহী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু, উপদেষ্টা মো. ওলিউর রহমান বাবু, সহ-সভাপতি একরামুল হক বাচ্চু, সাংগঠনিক সম্পাদক ডা. আমানুল্লাহ বিন আখতার আবিদ, সদস্য ডা. আরিফ এ সময় উপস্থিত ছিলেন।
বিবার্তা/মোস্তাফিজুর/রোমেল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]