রাজশাহী গোদাগাড়ীতে
ফুটবলের ভিতর থেকে ২ কেজি হেরোইন উদ্ধার
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ১৮:১২
ফুটবলের ভিতর থেকে ২ কেজি হেরোইন উদ্ধার
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গোদাগাড়ীতে অভিযান চালিয়ে অভিনব কায়দায় ফুটবলের ভিতরে থাকা ২ কেজি ১০০ গ্রাম হেরোইন পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-৫ সিপিসি-১, চাপাইনবাবগঞ্জ ইউনিট।


শনিবার (২৬ অক্টোবর ) রাত ৯ টার দিকে গোদাগাড়ী পৌর এলাকার হেলিপ্যাড সংলগ্ন সরমংলা গ্রামস্থ জনৈক জামাল উদ্দীনের পরিত্যক্ত জমিতে অভিযান পরিচালনা করে হেরোইনগুলো উদ্ধার করে।


র‌্যাব রবিবার (২৭ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, গোদাগাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের একটি বড় চালান গোদাগাড়ী হয়ে রাজশাহী শহরের দিকে প্রবেশ করবে। সংবাদ পাওয়ার পর র‌্যাবের আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত এলাকায় গমন পূর্বক মাদকের সম্ভাব্য রুট সমূহের উপর নজরদারী বৃদ্ধি করতে থাকে।


এমতাবস্থায় মাদক কারবারী মাদক বহনের সময় টহল দলের উপস্থিতি টের পেলে তাদের হেফাজতে থাকা ১টি ফুটবল ফেলে দৌড়ে পালিয়ে যায়। বিষয়টি সন্দেহ হলে ফুটবলটি উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে কাঁটা হলে ফুটবলের ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।


২৬ অক্টোবর, শনিবার ৮টা ৫০মিনিটে র‍্যাব-৫, রাজশাহীর একটি চৌকষ আভিযানিক দল রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন গোদাগাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের হেলিপ্যাড সংলগ্ন স্বরমোংলা গ্রামস্থ জনৈক মো. জামাল এর পরিত্যক্ত জমিতে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে।


গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, গোদাগাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের একটি বড় চালান গোদাগাড়ী হয়ে রাজশাহী শহরের দিকে প্রবেশ করবে। সংবাদ পাওয়ার পর র‍্যাবের আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত এলাকায় গমন পূর্বক মাদকের সম্ভাব্য রুট সমূহের উপর নজরদারী বৃদ্ধি করতে থাকে। এমতাবস্থায় মাদক কারবারী মাদক বহনের সময় টহল দলের উপস্থিতি টের পেলে তাদের হেফাজতে থাকা ০১টি ফুটবল ফেলে দৌড়ে পালিয়ে যায়। বিষয়টি সন্দেহ হলে উক্ত ফুটবলটি উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে কাটা হলে ফুটবলের ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।


উপরোক্ত ঘটনায় উদ্ধারকৃত আলামত সমূহ রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় জিডি মোতাবেক হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/মোস্তাফিজুর/লিটন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com