
পঞ্চগড়ে ট্রেনে কাটা পড়ে অন্তর (১৫) নামে শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত অন্তর ওই ইউনিয়নের মাগুড়া ধনিপাড়ার এলাকার বিরেনের ছেলে এবং করতোয়া কালেক্টরেট স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী।
২৭ অক্টোবর, রোববার দুপুরে সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের সেনপাড়া বড় ব্রিজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরের দিকে কাঞ্চন কমিউটার নামে একটি লোকাল ট্রেন পঞ্চগড় রেলওয়ে স্টেশনে আসছিল। মাগুরা সেনপাড়া বড় ব্রিজ এলাকায় স্কুলের পোশাকসহ কাঁধে স্কুল ব্যাগ নিয়ে রেললাইনে দাঁড়িয়ে ছিল অন্তর। ট্রেনের চালক হর্ন বাজালেও সরে যায়নি সে। এক পর্যায়ে ট্রেনের নিচে কাঁটা পড়ে তার মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল সম্পন্ন করেছে। তবে প্রতিবেশীদের ধারণা, গতকাল (শনিবার) রাতে মোবাইল ব্যবহার নিয়ে তারা তাকে বকাবকি করে। সম্ভবত সেজন্য অভিমান করে সে স্কুল যাওয়ার কথা বলে ট্রেনের নিচে আত্মহত্যা করতে পারে।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ এস.এম মাসুদ পারভেজ ট্রেনে কাটা পড়ে এক শিক্ষার্থী নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে আমাদের সদর থানা পুলিশ রয়েছে।
যেহেতু ওটা রেলের বিষয় সেহেতু পার্বতীপুর থেকে রেল পুলিশ আসলে তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
বিবার্তা/গোফরান/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]