
দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলোচনা সভা দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) সকাল দশটায় হাকিমপুর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজের হলরুমে এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা মজলিসের শূরা সদস্য ও উপজেলা জামায়াতের আমীর মো. আমিনুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমীর মো. আনোয়ারুল ইসলাম।
আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার নায়েবে আমির মুহাদ্দিস ড. এনামুল হক, দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার সেক্রেটারি মো. সাইদুল ইসলাম সৈকত, জেলা তালিমুল কোরআন বিভাগের সেক্রেটারি উপাধ্যক্ষ মাও. মো. তাজুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম, উপজেলা সাবেক আমীর আব্দুল মান্নান, পৌর জামায়াতের আমীর মো. সাইফুল ইসলাম, বোয়ালদাড় ইউনিয়ন জামায়াতের আমীর মো. শাহিনুর ইসলাম, আলিহাট ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল মান্নান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. সবিরুল ইসলাম, যুগ্ম আহবায়ক মো. আব্দুর রাজ্জাক, জেলা দক্ষিণের ছাত্র শিবিরের সভাপতি আব্দুল কায়ুম, উপজেলা ছাত্র শিবিরের মো. আলহাজ হোসেন, জামায়াতের সমর্থক আব্দুর রশিদ মাষ্টার, সাইদুল ইসলাম, মেহেদী হাসান, শাহিনুর ইসলাম শাহিন সহ আরও অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন, আওয়ামী সরকার সবচেয়ে জামাত শিবিরের জুলুম নির্যাতন করেছে। যার ফলে আজ তারা দেশ ছাড়া হয়েছেন। তাই সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। সুন্দর এই বাংলাদেশ কে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে ২০০৬ সালেr২৮ অক্টোবর এবং ২০২৪ সালে জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
বিবার্তা/রববানী/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]