
নওগাঁর আত্রাইয়ের ভোঁপাড়া (পশ্চিমপাড়া ) গ্রামের কৃষক ছামছুর রহমান ধলুর গোয়াল ঘর থেকে দেড় লক্ষাধিক টাকা মূল্যের দুটি গরু চুরির ঘটনা ঘটেছে।
২৫ অক্টোবর, শুক্রবার দিবাগত রাতে উপজেলার ভোঁপাড়া (পশ্চিমপাড়া ) গ্রামে এই চুরির ঘটনা ঘটে।
ছামছুর রহমান ওই গ্রামের জহির আকন্দের ছেলে।
ছামছুর রহমান জানান, বাড়ি সংলগ্ন গোয়াল ঘরে গরু রেখে রাতে ঘুমিয়ে পড়েন। শনিবার (২৬ অক্টোবর) সকালে গোয়াল ঘরে গিয়ে দেখেন চোরেরা দুটি গরু চুরি করে নিয়ে গেছে। গরু দুটির আনুমানিক মূল্য দেড় লক্ষাধিক টাকা হবে বলে জানান তিনি।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন জানান, এ ঘটনায় এখনো কেউ থানায় কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিবার্তা/সাহাজুল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]