
অন্তর্বতী সরকার বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করে গেজেট প্রকাশ করায় দিনাজপুরের হাকিমপুর হিলিতে আনন্দ মিছিল করেছে উপজেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলে একত্মতা ঘোষণা করেন উপজেলা, পৌর বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল ৪ টায় পৌরশহরের বিএনপির অফিসের সামনে থেকে একটি মিছিল বের হয়ে বন্দরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বন্দরের হিলি চারমাথা মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রেজা বিপুল, সাংগঠনিক সম্পাদক হযরত আলী সরদার, পৌর বিএনপির সভাপতি ভারপ্রাপ্ত ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক, যুগ্ম সম্পাদক জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক তাজ হোসেন, পৌর যুবদলের আহবায়ক মাজহারুল ইসলাম রাজ, সদস্য সচিব আলী মুর্তজা, যুবদলের নেতা মিন্নুর হোসেন সহ উপজেলা ও পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
এসময় সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানায় উপজেলা, পৌর ছাত্রদলসহ বিএনপি এবং সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, বুধবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২-এর সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন।
বিবার্তা/রব্বানী/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]