
আসামিদের মাদক সেবন, বিক্রয় ও দখলে রাখার অপরাধে দিনাজপুরের খানসামা উপজেলায় ৩ যুবককে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়েছে। তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১০০০ টাকা করে জরিমানা সাজা প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজ উদ্দিন।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের বীরপাড়া এলাকার আজিজুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (৩৫) কে ১৫ দিন, একই ইউনিয়নের খামার বিষ্ণুগঞ্জ এলাকার গোলাম রব্বানীর ছেলে সারোয়ার ইসলাম (২২) কে ৭ দিন এবং খামারপাড়া ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া শিমুলতলী এলাকার আছির উদ্দিনের ছেলে ওয়াসকুরুনি কে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
২৪ অক্টোবর, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে এসআই তসির উদ্দিন ও এসআই শামীম আহমেদ ভিন্ন এলাকা থেকে তাদের আটক করে। এসময় তাদের কাছে ২০ গ্রাম গাঁজা ও গাজা সেবনের আলামত জব্দ করে থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক বলেন, মাদক, জুয়া ও চুরি প্রতিরোধে থানা পুলিশ তৎপর আছে। সেই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ২ মাদকসেবনকারীকে আটক করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত দুই যুবককে দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/জামান/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]