হাকিমপুরে এইচপিভি ক্যাম্পেইনের উদ্বোধন
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪, ১৪:০৮
হাকিমপুরে এইচপিভি ক্যাম্পেইনের উদ্বোধন
হিলি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

'এক ডোজ এইচপিভি টিকা নিন জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন' এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর হিলি উপজেলায় এইচপিভি টিকা প্রদান বা ক্যাম্পেইন-২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে।


বৃহস্পতিবার (২৪ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বাংলাহিলি সরকারি বালিকা বিদ্যালয়ে এইচপিভি ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইলতুতমিশ আকন্দ পিন্টু, বাংলাহিলি সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউসুফ হারুন, প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদুল ইসলামসহ স্বাস্থ্য কর্মী ও নার্সরা।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইলতুতমিশ আকন্দ বলেন, হাকিমপুর উপজেলায় ৪ হাজার ৮শ ৬৮ কিশোরীকে এইচপিভি টিকা দেওয়া হবে প্রথম ১০ দিন। বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের (১০ থেকে ১৪ বছর বয়সী) ৫ম থেকে ৯ম শ্রেণির কিশোরীদের এসব টিকা দেওয়া হবে। এছাড়াও ৯৬টি কেন্দ্রের মাধ্যমেও এই টিকাদান কর্মসূচি চলবে।


বিবার্তা/রববানী/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com