রাসিক প্রশাসকের সাথে চট্টগ্রাম সিটি মেয়রের সৌজন্য সাক্ষাৎ
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪, ২০:১২
রাসিক প্রশাসকের সাথে চট্টগ্রাম সিটি মেয়রের সৌজন্য সাক্ষাৎ
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবাগত মেয়র ডা. শাহাদত হোসেন।


২৩ অক্টোবর, বুধবার দুপুর ২টায় নগরভবনে সচিব মহোদয়ের দপ্তর কক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদত হোসেন রাসিক প্রশাসক মহোদয়ের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


এর আগে নগরভবনে চট্টগ্রাম মেয়র মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান রাসিক প্রশাসক মহোদয়। মতবিনিময় কালে চট্টগ্রামের মেয়র রাজশাহীর পরিচ্ছন্ন পরিবেশ, সবুজায়ন ও আইল্যান্ডে ফুলের সমারোহের প্রশংসা করেন।


এ সময় তিনি বলেন, দেশের অন্যান্য শহরের তুলনায় রাজশাহী চমৎকার। এ নগরীর প্রশংসা এখন দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরে ছড়িয়ে পড়েছে। এ নগরীর নানা ক্ষেত্রে সাফল্য আমাকে এ নগরীতে আকৃষ্ট করেছে। এজন্য রাজশাহী মহানগরী পরিদর্শনে এসেছি। আমার নির্বাচনি ইশতেহারে গ্রিন সিটি ক্লিন সিটি হেলদি সিটি বিষয়টি উল্লেখ করেছিলাম। রাজশাহী সিটি কর্পোরেশন সেটি বাস্তবায়ন করছে। মতবিনিময়কালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রাথমিক স্বাস্থ্য সেবা, বর্জ্য ব্যবস্থাপনা, বায়ুদূষণ, শব্দদূষণ, অটোরিক্সা ম্যানেজমেন্ট, হোল্ডিং ট্যাক্স আদায়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।


মতবিনিময় সভায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ.বি.এম. শরীফ উদ্দিন, সচিব মোবারক হোসেন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম খান, গবেষণা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, চট্টগ্রাম মেয়রের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম ইউসুফ, এজাজ আহমেদ, হুমায়ুন চৌধুরী রুদ্র, মীরজাদা সোহেল, হিসাব রক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, সহকারী জনসংযোগ কর্মকর্তা মো. রকিবুল হক উপস্থিত ছিলেন।


বিবার্তা/মোস্তাফিজুর/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com