চাঁপাই নবাবগঞ্জে মশাল মিছিলের মাধ্যমে রাষ্ট্রপতির পদত্যাগ দাবি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪, ১৬:২৮
চাঁপাই নবাবগঞ্জে মশাল মিছিলের মাধ্যমে রাষ্ট্রপতির পদত্যাগ দাবি
চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁপাই নবাবগঞ্জে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা সমাবেশ ও মশাল মিছিল করেছে।


২১ অক্টোবর, সোমবার রাত ১০টার দিকে নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে এ মিছিল বের হয়।


মশাল মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ও আওয়ামী লীগ সরকারের অনিয়ম নিয়ে নানা স্লোগান দিতে দেখা যায়।


সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক আবদুর রহিম, খুরাতুল আইন কানিজ, আসিফ নেহাল, মোত্তাসিন বিশ্বাস, নূর আসিক তানভীর ও মুহিন খান প্রমুখ।


ছাত্ররা রাষ্ট্রপতির বিরুদ্ধে মিথ্যার আশ্রয় নেওয়ার অভিযোগ করেন। সেই সাথে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ দাবি করেন। অন্যথায় আগামী দিনে সকল শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ।


বিবার্তা/মোস্তাফিজুর/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com