মাদক সেবনের অপরাধে ২ যুবককে ৭ দিনের কারাদণ্ড
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪, ১৫:১৭
মাদক সেবনের অপরাধে ২ যুবককে ৭ দিনের কারাদণ্ড
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মাদক সেবনের অপরাধে দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের ২ যুবককে ৭ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা সাজা প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজ উদ্দিন।


দন্ডপ্রাপ্ত ২ যুবক হলেন- উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের হোসেনপুর জোলাপাড়ার মোখলেসুর রহমানের ছেলে নাসিম আলম নাঈম (২৫) ও সহজপুর এলাকার আজগর আলীর ছেলে আলমগীর ইসলাম (২২)।


২১ অক্টোবর, সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাহাদুর বাজার এলাকা থেকে টাপেন্টাডল ট্যাবলেট ও সেবনের জিনিসপত্রসহ হাতেনাতে তাদের আটক করে থানা পুলিশের এস আই তসির উদ্দিন ও এএসআই মাসুদ রানা সঙ্গীয় ফোর্স।


বিষয়টি নিশ্চিত করে অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক বলেন, মাদক, জুয়া ও চুরি প্রতিরোধে থানা পুলিশ তৎপর আছে। সেই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ২ মাদকসেবনকারীকে আটক করা হয়েছে। দন্ডপ্রাপ্ত দুই যুবককে মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।


বিবার্তা/জামান/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com