রাজশাহীতে অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেফতার ৩
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪, ১০:১৯
রাজশাহীতে অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেফতার ৩
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মহানগরীর এয়ারপোর্ট থানা এলাকায় এক অটোরিকশা চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামিকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কর্ণহার থানা পুলিশ। তার হলেন মো: ফিরোজ আলী (১৯), মো: রাতুল হাসান (১৯) ও মো: শুভ (১৯)।


ফিরোজ রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার বিরস্তইল ডালাপুকুর গ্রামের মো: সেলিম ইসলামের ছেলে, রাতুল শাহমখদুম থানার ভুগরইল খুবিরের মোড়ের মো: আকমল হোসেনের ছেলে এবং শুভ বোয়ালিয়া থানার অলকার মোড় রানীবাজারের মো: নূর ইসলামের ছেলে।


ঘটনা সূত্রে জানা যায়, ২১ অক্টোবর, সোমবার ভোর সাড়ে ৫ টায় আসামিরা একটি অটোরিকশা বিক্রির জন্য রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চক ভাগাইল এলাকায় যায়। সেখানে অটোরিকশায় রক্তের চিহ্ন দেখে স্থানীয় জনগণের সন্দেহ হয়। এছাড়াও আসামিদের আচরণ সন্দেহজনক মনে হলে তারা পুলিশকে খবর দেয়। চক ভাগাইল এলাকা কর্ণহার থানার নিকটবর্তী হওয়ায় খবর পেয়ে গোদাগাড়ী থানা পুলিশকে অবগত করে কর্ণহার থানার অফিসার ইনচার্জ মো. হাসানুজ্জামানের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে অটোরিকশাসহ আসামিদের গ্রেফতার করেন।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা জানায়, তারা যাত্রী সেজে গত (২০ অক্টোবর) রাত ১০ টায় রাজশাহী রেল স্টেশন থেকে সিরাজুল সরকার নামক এক ব্যক্তির অটোরিকশা ভাড়া করে। এরপর তারা তাকে নিয়ে এয়ারপোর্ট থানার ভোলাবাড়ী এলাকায় যায়। সেখানে আসামিরা সিরাজুলকে চাকু দিয়ে আঘাত করে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করে। পরে সিরাজুলের মরদেহ পাশের কলাই ক্ষেতে পুঁতে রাখে। ঘটনাটি এয়ারপোর্ট থানায় হওয়ায় কর্ণহার থানা পুলিশ আসামিদের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করে। এয়ারপোর্ট থানা পুলিশ আসামিদের দেখানো মতে এয়ারপোর্ট থানার ভোলাবাড়ী এলাকায় মাটি খুড়ে সিরাজুল সরকারের মরদেহ উদ্ধার করে।


গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় হত্যা মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।


বিবার্তা/মোস্তাফিজুর/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com