
গাইবান্ধা জেলা মেডিকেল টেকনোলজিস্ট ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও উদ্বোধন করা হয়েছে।
২০ অক্টোবর, রবিবার সকালে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা শাখার সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখে সিভিল সার্জন ডা. কানিজ সাবিহা।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি ডা. শহিদুজ্জামান হারুন, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বিপ্লব, জেলা সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. তাহেরা আক্তার মনি, এমডি ল্যাব মেডিসিন স্পেশালিস্টের ডা. ইলতুতমিশ আকন্দ পিন্টু, বিএমএ জেলা আহ্বায়ক আ.খ.ম আসাদুজ্জামান সাজু, সিনিয়র মেডিকেল টেকনোলজি মো. মোশারফ হোসেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি প্রতীক ঘোষ দ্বীপ, সাংগঠনিক সম্পাদক মো. শাহীন বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সরকার ও জান্নাতুল মাওয়া প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মো. উজ্জ্বল হোসাইন।
শেষে সাজ্জাদুর রহমান সাজ্জাদ সভাপতি ও মো. উজ্জ্বল হোসেনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়।
বিবার্তা/খালেক/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]