হাকিমপুর মহিলা কলেজে শিক্ষার্থীদের মিষ্টি মুখ করালেন কর্তৃপক্ষ
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪, ১৬:৪৭
হাকিমপুর মহিলা কলেজে শিক্ষার্থীদের মিষ্টি মুখ করালেন কর্তৃপক্ষ
হিলি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হিলির হাকিমপুর মহিলা কলেজে সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করায় শিক্ষার্থীদের সাথে মতবিনিময় শেষে মিষ্টিমুখ করালেন কলেজ কর্তৃপক্ষ।


রবিবার (২০ অক্টোবর) বেলা ১১টায় মহিলা কলেজ অডিটোরিয়ামে কলেজের অধ্যক্ষ মামুনুর রশীদ আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি মো. ফেরদৌস রহমান।


এসময় মতবিনিময় অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভবিষ্যত শিক্ষা জীবনের উপরে নানা দিক নির্দেশনা দিয়ে বক্তব্য দেন অতিথিবৃন্দ। আগামীতে আরো ভালো ফলাফল করার প্রত্যয় ব্যক্ত করেন কলেজের শিক্ষকরা।


এসময় সহকারী অধ্যাপক এসএম হায়দার আলীর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ইরফান আলী, সহকারী অধ্যাপক শাহিনুর ইসলাম শাহিন মন্ডল, সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম লাবু, অভিভাবক সদস্য আলহাজ্ব হারুন উর রশিদ সহ অনেকে।


এবার দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় এই কলেজ থেকে ১৪২ জন ছাত্রী অংশগ্রহণ করে কৃতকার্য হয় ১১৬ জন যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১২ জন আর পাশের হার ৮১.৬৯।


বিবার্তা/রববানী/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com