সিংড়ায় সাড়ে ৩৭ কেজি গাঁজাসহ ৩ যুবক আটক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ১৩:৪৬
সিংড়ায় সাড়ে ৩৭ কেজি গাঁজাসহ ৩ যুবক আটক
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের সিংড়া থেকে সাড়ে ৩৭ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে র‌্যাব।


১৮ অক্টোবর, শুক্রবার রাতে উপজেলার নিংগইন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হলো, সিরাজগঞ্জের শাহজাদপুরের ফারুক মিয়া, আকাশ আলী এবং লালমনিরহাটের রানা মিয়া।


নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক হাফিজ আল আজাদ জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী ও নাটোর র‌্যাবের যৌথ অপারেশন দল নিংগইন এলাকায় চেকপোষ্ট বসায়। এসময় একটি কাভার্ড ভ্যান থামিয়ে সাড়ে ৩৭ কেজি শুকনো গাঁজা ও নগদ ৫২,১৭০ টাকাসহ তিনজন যুবককে আটক করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা বিভিন্ন সময়ে আইনশৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে মাদক কেনাবেচা করে থাকে। দীর্ঘদিন থেকেই তারা মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের সাথে জড়িত।


সিংড়া থানার ওসি আসমাউল হক জানান, তিনজনের নামে মামলা দায়ের করে তাদের সিংড়া থানায় হস্তান্তর করা হয়। তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


বিবার্তা/রাজু /এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com