নাচোলে রাণী ইলামিত্রের ৮২তম জন্মবার্ষিকী পালিত
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪, ২১:৩৫
নাচোলে রাণী ইলামিত্রের ৮২তম জন্মবার্ষিকী পালিত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁপাইনবাবগঞ্জের নাচোলের রাণীমা খ্যাত তেভাগা আন্দোলনের বীরাঙ্গনা নেত্রী রাণী ইলামিত্রের ৮২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।


১৮ অক্টোবর, শুক্রবার রাণী ইলামিত্র স্মৃতি সংসদের আয়োজনে, ১৮ অক্টোবর ইলামিত্রের স্মৃতি বিজড়িত রাওতাড়ায় ইলামিত্র স্মৃতি সংগ্রহশালা প্রাঙ্গনে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে প্রার্থনা, জন্মদিনের কেক কাটা শেষে আলোচনা অনুষ্ঠিত হয়।


এসময় ইলামিত্র স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক, সাংবাদিক এমএকে জিলানীর সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক, মো. হাবিবুর রহমান, নাচোল রিপোটার্স ইউনিটির সভাপতি ইব্রাহীম বাবু, সাংগঠনিক সম্পাদক অভিজিত শীল, সাংবাদিক এ্যাসোসিয়েশন-এর সহ-সভাপতি ও দৈনিক ইত্তেফাকের নাচোল সংবাদদাতা হাসানুজ্জামান ডালিম, নাচোল মডেল প্রেসক্লাবের সভাপতি, মো. তসিকুল ইসলাম, নাচোল মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন ও আলজামেয়া মারকাজিয়া হাফেজিয়া নূরানী মাদরাসার, শিক্ষার্থীদের অংশগ্রহণে রাণী ইলামিত্রের ৮২তম জন্মদিনের কেক কাটা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা হয়।


বিবার্তা/লিটন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com