
দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রিপন হোসেনকে (৩৭) গাজীপুর মহানগর এলাকা থেকে গ্রেপ্তার করেছে।
১৬ অক্টোবর, বুধবার দুপুরে তাকে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত রিপন উপজেলার বিশাপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার উপ-পুলিশ পরিদর্শক এসআই আরিফুর রহমান জানান, ২০০৯ সালে ঢাকার যাত্রাবাড়ী থানার মাদক মামলায় আদালত রিপনকে যাবজ্জীবন সাজা দেয়। এরপর থেকে রিপন পলাতক ছিল। যাত্রাবাড়ী থানা মামলা নং ১২১ (১০) ০৯।
তিনি আরও জানান, হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এএসপি আ.ন.ম নিয়ামত উল্লাহ মহোদয়ের দিকনির্দেশনা ও থানার অফিসার ইনচার্জ ওসি মো. সুজন মিয়া এবং পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. জাহাঙ্গীর আলম মহোদয়ের পরামর্শে মঙ্গলবার (১৫ অক্টোবর) গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে হাকিমপুর থানার এসআই আরিফুর রহমানের নেতৃত্বে এএসআই হারুন উর রশিদ সহ পুলিশের একটি চৌকস দল গাজীপুর মহানগর এলাকায় অভিযান চালায়। একপর্যায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রিপনকে গ্রেপ্তার করে।
বিবার্তা/রব্বানী/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]