মান্দায় ইউনিয়ন পরিষদ বিলুপ্তির প্রতিবাদে জনপ্রতিনিধিদের মানববন্ধন
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪, ১৫:২১
মান্দায় ইউনিয়ন পরিষদ বিলুপ্তির প্রতিবাদে জনপ্রতিনিধিদের মানববন্ধন
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকারের উপদেষ্টা কর্তৃক ইউনিয়ন পরিষদ বিলুপ্তির প্রতিবাদে চেয়ারম্যান ফোরামের উদ্যোগে নওগাঁর মান্দায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১৬ অক্টোবর) বেলা ১১ টার সময় উপজেলার প্রসাদপুর বাজারের চৌরাস্তা মোড়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।


তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুলের সঞ্চালনায় এবং চেয়ারম্যান ফোরামের সভাপতি ও প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিনের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে বক্তব্য রাখেন কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের এস এম গোলাম আজম, ভালাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, মৈনম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান, মান্দা সদর ইউনিয়ন পরিষদের সদস্য আকতারুজ্জামান (বুলবুল) সহ বিভিন্ন ইউনিয়নের নারী সদস্যরা।


বক্তারা বলেন, আমরা স্বচ্ছ ও তৃণমূল জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। আমরা বৈষম্যবিরোধী আন্দোলন ও অন্তর্বর্তী সরকারের পক্ষে কাজ করছি। এলাকার জনসেবা দিয়ে আসছি। এ অবস্থায় আমাদেরকে অপসারণ করা হলেও জনসেবায় মারাত্মক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তাই সমস্যা নিরসনের হাতিয়ারদের পদ শূন্য না করার আহ্বান জানান স্থানীয় সরকারের উপদেষ্টাকে।


মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে চেয়ারম্যান ফোরামের নেতৃবৃন্দ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।


বিবার্তা/আপেল/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com