রাজশাহীতে বিনামূল্যে খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব উদ্বোধন
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪, ১৪:৩৩
রাজশাহীতে বিনামূল্যে খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব উদ্বোধন
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী বিভাগে খাদ্যে ভেজাল প্রতিরোধে ভোক্তারা বিনামূল্যে খাদ্য পরীক্ষা করার জন্য ভ্রাম্যমাণ ল্যাব উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।


বুধবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় খাদ্যের ভেজাল প্রতিরোধে এটির উদ্বোধন করেন তিনি।


বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভাগীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা শেষে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার (খাদ্য নিরাপদ মোবাইল ল্যাবরেটরি) এর উদ্বোধন করেন তিনি।


এ সভায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাজশাহীর নিরাপদ খাদ্য অফিসার মো. ইয়ামিন হোসেন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল, অতিরিক্ত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ফয়সাল মাহমুদ, স্বাস্থ্য বিভাগ রাজশাহীর পরিচালক ডা. আনোয়ারুল কবীর, বিভাগীয় প্রাণী সম্পদ দফতর রাজশাহীর ড. মো. আব্দুল হাই সরকার, কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক মো. মাহমুদুল ফারুক, বিভাগীয় মৎস্য দফতর রাজশাহীর উপ-পরিচালক মো. আব্দুল ওয়াহেদ মন্ডল, রাজশাহী সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, বিএসটিআই আঞ্চলিক অফিসের পরিচালক জহুরা সিকদার, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. সাদরুল ইসলাম, নানকিং চাইনিজ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মো. এহসানুল হুদা দুলু, রাজশাহী বিভাগীয় কনজিউমার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত প্রমুখ।


বিবার্তা/সোহানুর/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com