পুঠিয়ায়
এইচএসসি'তে কৃতকার্যদের তাৎক্ষণিক সংবর্ধনা দিল ছাত্রশিবির
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ২১:৩১
এইচএসসি'তে কৃতকার্যদের তাৎক্ষণিক সংবর্ধনা দিল ছাত্রশিবির
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীর পুঠিয়ায় 'স্বপ্ন সাহস সাথে নিয়ে আগামীর পথে চলো, জ্ঞানের আলোয় গড়বে জগৎ উচ্চ কণ্ঠে বলো" স্লোগান নিয়ে এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতি শিক্ষার্থীদের নিয়ে তাৎক্ষণিক সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী জেলা পূর্ব শাখা।


১৫ অক্টোবর, মঙ্গলবার বিকেল ৫ টায় হাফেজ সাইয়েদ তানিমের কোরআন তেলাওয়াতের মাধ্যমে পুঠিয়ার বানেশ্বরে রাজশাহী জেলা পূর্বের সাধারণ সম্পাদক আব্দুর রবের সঞ্চালনায় এই সংবর্ধনা অনুষ্ঠানটি হয়।


অনুষ্ঠানে জেলা পূর্বের সভাপতি রুবেল আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা পূর্বের সাধারণ সম্পাদক ও চারঘাট-বাঘা (৬) আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক।


অনুষ্ঠানে বক্তারা বলেন, আপনারা আজ এই প্রোগ্রামে আসতে পেরেছেন কিন্তু অনেক ভাই-বোন রেজাল্ট পেয়েছে কিন্তু হাসপাতালের বেডে জীবনযাপন করছে৷ অনেকর রেজাল্ট হয়েছে কিন্তু তারা আজ পৃথিবীতে নেই৷ যাদের খারাপ রেজাল্ট হয়েছে তারা লজ্জিত হচ্ছেন। কিন্তু মহান আল্লাহ যখন আমাদের কেয়ামতের মাঠে আমলের ফলাফল ঘোষণা করবেন তখন আমাদের কী হবে। তাই হতাশ না হয়ে আখিরাতের জন্য কাজ করতে হবে। লক্ষ্য থাকতে হবে আল্লাহ তায়ালার সন্তষ্টি অর্জন৷ আল্লাহ তায়ালা জিন এবং মানবজাতিকে শুধুমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছে। আপনাদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হবে দেশের প্রত্যেকটি জায়গায় যৌগ্যতা নিয়ে চাকরি করতে হবে। কারণ দুর্নীতিবাজরা প্রায় সকল জায়গা দখল করে আছে। তাই সেই জায়গা গুলোতে আপনাদের বসার যোগ্যতা অর্জন করতে হবে তবেই দুর্নীতিমুক্ত দেশ গড়া সম্ভব হবে।


অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা পূর্বের প্রকাশনা সম্পাদক, আব্দুল মমিন, বায়তুল মাল সম্পাদক রায়হানুল হক। এছাড়াও অন্বেষা শিল্পী গোষ্ঠীর শিল্পীরা উপস্থিত ছিলেন৷


বিবার্তা/সোহানুর/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com