রাজশাহী থেকে নিখোঁজ চারজনকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ১৯:১২
রাজশাহী থেকে নিখোঁজ চারজনকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকা থেকে নিখোঁজ হওয়া দুই শিশুসহ দুই নারীকে ঢাকার কেরানীগঞ্জ থেকে উদ্ধার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানা পুলিশ।


১৫ অক্টোবর, মঙ্গলবার সকাল সাড়ে দশটায় রাজপাড়া থানার এসআই মো: আকরাম হোসেন এবং তার টিম তথ্য প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাদের উদ্ধার করে।


উদ্ধারকৃত দুই নারী রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকার বাসিন্দা।


ঘটনা সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বসুয়া গ্রাম থেকে দুই শিশু সন্তানসহ দুই নারী নিখোঁজ হয়। এ সংক্রান্ত রাজপাড়া থানায় জিডি এন্ট্রি হয়।


উক্ত জিডির পরিপ্রেক্ষিতে উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) অনির্বাণ চাকমার তত্ত্বাবধানে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ মো: আশরাফুল আলমের দিকনির্দেশনায় রাজপাড়া থানা পুলিশের একটি টিম দুই বোন ও সন্তানদের উদ্ধারে অভিযান শুরু করে।


বিবার্তা/মোস্তাফিজুর/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com