
নাটোরের সিংড়ায় এক পা দিয়ে লিখে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে প্রতিবন্ধী রাসেল মৃধা। সে সিংড়ার শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে জিপিএ-৩ দশমিক ২৯ পেয়ে উত্তীর্ণ হন। এর আগে সে দাখিল পরীক্ষায় ৩ দশমিক ৮৮ পেয়ে উত্তীর্ণ হয়েছিল।
মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা মো. মোতাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাসেল মৃধা এবছর আমার প্রতিষ্ঠান থেকে আলিম পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। বিগত পরীক্ষাগুলোতেও সে কৃতিত্বের সঙ্গে পাস করেছে।
রাসেল মৃধা সিংড়া পৌর শহরের শোলাকুড়া মহলার দিনমজুর আব্দুর রহিম মৃধার ছেলে। রাসেল মৃধা বলেন, আলিম পাস করায় আমি খুব আনন্দিত। আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির সেবা করতে চাই। বিশেষ করে আমি শারিরীক প্রতিবন্ধকতা জয় করতে চাই। আমি পরিবারের পাশে দাঁড়াতে চাই। এজন্য আমার একটা কর্মসংস্থান প্রয়োজন।
দুই হাত ও ডান পা না থাকার পরেও রাসেল নিজেই ল্যাপটপ চালাতে পারে এক পা দিয়ে। রেজাল্ট শোনার পর তার নিজের ফেসবুক আইডি ও পেইজ থেকে নিজেই আলহামদুলিলাহ, আমার জন্য দোয়া করবেন, আমি ৩.২৯ পেয়ে আলিম পাশ করেছি পোস্ট করেন। ভবিষ্যতে কম্পিউটারে আরো দক্ষ হতে চায় রাসেল। রাসেল মৃধার বাবা কৃষক আব্দুর রহিম মৃধা বলেন, লেখাপড়ার প্রতি ছেলের আগ্রহ দেখে দিনমজুরি করে পড়াশোনা করাচ্ছি। লেখাপড়া শিখে ছেলে একদিন আমাদের মুখ উজ্জ্বল করবে। তার ফলাফলে আমরা খুবই আনন্দিত।
বিবার্তা/রাজু /এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]