রাজশাহীতে পাসের হার ৮১.২৪, জিপিএ-৫ ২৫ হাজার
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ১৪:৪২
রাজশাহীতে পাসের হার ৮১.২৪, জিপিএ-৫ ২৫ হাজার
বিশেষ প্রতিনিধি, রাজশাহী
প্রিন্ট অ-অ+

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় রাজশাহী শিক্ষাবোর্ডে ৮১ দশমিক ২৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এছাড়াও জিপিএ-৫ পেয়েছে ২৪ হাজার ৯০২ জন।


মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যানের দফতরে এক সংবাদ সম্মেলনে বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. অলীউল আলম এসব তথ্য জানান।


বোর্ড চেয়ারম্যান বলেন, গত বছর বোর্ডে পাসের হার ছিল ৭৮ দশমিক ৪৬ শতাংশ। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ১১ হাজার ২৫৮ জন। অর্থাৎ এ বছর জিপিএ-৫ বেড়েছে ১৩ হাজার ৬৪৪ জন।


তিনি আরও বলেন, এবছর জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ১৪ হাজার ৫৯৭ জন ছাত্রী ও ১০ হাজার ৩০৫ জন ছাত্র। আর ছাত্রের পাসের হার ৭৬ শতাংশ ও ছাত্রী পাসের হার ৮৭ শতাংশ। অর্থাৎ জিপিএ-৫ প্রাপ্তি ও পাসের হারে এবছরও এগিয়ে রয়েছে ছাত্রীরা।


এবারের এইচএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডের আওতায় বিভাগের আট জেলায় ১ লাখ ৩৯ হাজার ৯৯৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। এর মধ্যে ১ লাখ ১১ হাজার ৪৪৮ জন শিক্ষার্থী পাস করেছেন। এবার শিক্ষা বোর্ডের আওতায় ৩৫টি কলেজের শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। রাজশাহী শিক্ষা বোর্ডে মোট ৭৪১টি কলেজের শিক্ষার্থীদের জন্য পরীক্ষা কেন্দ্র ছিল ২০৩ বলেও জানান বোর্ড চেয়ারম্যান।


বিবার্তা/বাবর/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com