
"স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ" এই প্রতিপাদ্য কে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর হিলিতে যথাযথ মর্যাদায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৪ পালিত হয়েছে।
১৫ অক্টোবর, মঙ্গলবার দিবসটি উপলক্ষ্যে সকালে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি পরিষদ চত্বর থেকে বাহির হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে ক্ষুদে শিক্ষার্থীদের হাত ধোয়ার মাধ্যমে হাত ধোয়া প্রদর্শনীর ব্যবস্থা করা হয়।
পরে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসার মো. আজমির শেখের সঞ্চালনা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়ের সভাপতিত্বে পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. তাহিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. মনোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শামসুল আলম, পল্লী উন্নয়ন অফিসার গোলাম রব্বানী, সমাজ সেবা অফিসার মো. মাসুদ রানা, সহকারী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের বায়তুল মাল বিষয়ক সম্পাদক মো. খায়রুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার সহ আরও অনেকে।
এসময় বক্তারা উপস্থিত সকলের উদ্দেশ্য বিশ্ব হাত ধোয়া দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এবং আলোচনা করেন। ভবিষ্যতে ক্ষুদে শিক্ষার্থী ও উপস্থিত সকলকে হাত ধোয়া বিষয়ে করণীয় গুলো মেনে চলার আহ্বান জানান।
বিবার্তা/রববানী/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]