গুরুদাসপুরে এনজিও বিষয়ক মহাপরিচালকের মতবিনিময় সভা
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ২০:০০
গুরুদাসপুরে এনজিও বিষয়ক মহাপরিচালকের মতবিনিময় সভা
গুরুদাসপুর(নাটোর)প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের গুরুদাসপুর উপজেলা পরিষদ মিলনায়তনে চলনবিলাঞ্চলে কর্মরত এনজিও প্রতিনিধিদের সাথে মহাপরিচালকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


১৪ অক্টোবর, সোমবার সকাল সাড়ে ১০ টায় এ সভা অনুষ্ঠিত হয়।


এতে চলনবিল অধ্যুষিত পাবনা, নাটোর, সিরাজগঞ্জ অঞ্চলের শতাধিক এনজিও প্রধান ও তাদের প্রতিনিধি অংশগ্রহণ করেন।


গুরুদাসপুর উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা আক্তার।


প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক সাইদুর রহমান। এতে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, মাদক, নারী উন্নয়ন, পরিবেশ বিষয় নিয়ে কার্যক্রম পরিচালনা করা আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক মানের এনজিও প্রধান ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক সাইদুর রহমান বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, মাদক, নারী উন্নয়ন, পরিবেশ নিয়ে প্রতিটি এনজিও আলাদা আলাদাভাবে কাজ করলেও সামাজিক, অর্থনৈতিক ও জীবনমান উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। বিদেশি দাতা সংস্থা কিংবা দেশের অভ্যন্তরীণ উৎস থেকে প্রাপ্ত অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে। যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে প্রতিটি নাগরিককে দক্ষ জনশক্তিতে পরিণত করতে এনজিওদের আরও বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।


সভায় আঞ্চলিক এনজিওগুলোর আর্থিক সমস্যা সমাধান, নবায়ন ফি হার কমানো, নিবন্ধন শর্তসমূহ সিথিল করা, দাতা সংস্থার অনুদান বৃদ্ধিসহ নানা সমস্যা ও সমাধানের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


সভায় এনজিও প্রতিনিধি ছাড়াও উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


বিবার্তা/জনি/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com