আত্রাইয়ে ১০২৫পিস এ্যাম্পুল উদ্ধার, বিস্ফোরক মামলার আসামিসহ গ্রেফতার ৩
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ১৬:৫৬
আত্রাইয়ে ১০২৫পিস এ্যাম্পুল উদ্ধার, বিস্ফোরক মামলার আসামিসহ গ্রেফতার ৩
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নওগাঁর আত্রাই থানাপুলিশ ও সেনাবাহিনী পৃথক অভিযান চালিয়ে বিস্ফোরক মামলার আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে। এসময় ১০২৫পিস এ্যাম্পুলসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের সোমবার (১৪ অক্টোবর) আদালতে প্রেরণ করা হয়েছে।


গ্রেফতারকৃতরা হলেন উপজেলার পাঁচুপুর গ্রামের মৃত গনি প্রামানিকের ছেলে আহাদ আলী (৫২) এবং একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে সুমন হোসেন (২০) ও নওগাঁর রাণীনগর উপজেলার গুয়াতা গ্রামের ইয়াকুব আলীর ছেলে রিফাত হোসেন (১৯)।


আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন জানান, সোমবার (১৪ অক্টোবর) সকালে থানাপুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচুপুর গ্রামের মৃত গনি প্রামানিকের ছেলে আহাদ আলী এবং একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে সুমন হোসেনকে গ্রেফতার করা হয়।


মামলার তদন্ত কর্মকর্তা এসআই ওবাইদুল করিম জানান,গত ৬ অক্টোবর বিহারীপুর গ্রামের আব্দুল মজিদের দায়েরকৃত বিস্ফোরক মামলায় জড়িত থাকার সন্দেহে আহাদ ও সুমনকে গ্রেফতার করা হয়েছে।


এছাড়া রবিবার সন্ধায় উপজেলার রেলষ্টেশন এলাকায় একটি ফার্মেসির দোকানে পুলিশ-সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে রিফাত হোসেন নামে এক যুবককে ভারতীয় আমদানি নিষিদ্ধ নেশাজাতীয় ১০২৫পিস এ্যাম্পুলসহ আটক করা হয়।


আটক রিফাতের বিরুদ্ধে রোববার রাতেই আত্রাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি সাহাবুদ্দীন।


বিবার্তা/সাহাজুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com