কুড়িগ্রামে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার বদলির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ১৫:৩৪
কুড়িগ্রামে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার বদলির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

তিস্তার ভাঙ্গনরোধে ব্যবস্থা না নেওয়ায় কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে বদলির দাবিতে মানববন্ধন করেছে তিস্তাপাড়ের মানুষ।


১৪ অক্টোবর, সোমবার দুপুরে দীর্ঘ পথ পাড়ি দিয়ে জেলা শহরে এসে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে মানব বন্ধনে অংশ নেন তিস্তার ভাঙন কবলিত এলাকার শত শত ভুক্তভোগী মানুষ।


এ সময় বক্তব্য রাখেন শহিদুল ইসলাম, আজিজার রহমান, মো: মিন্টু মিয়াসহ অন্যান্যরা।


বক্তারা অভিযোগ করেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: রাকিবুল হাসান কুড়িগ্রামে যোগদানের পর থেকে তিস্তার ভাঙন রোধে তেমন কোন ব্যবস্থা গ্রহণ করেননি। বরং ভাঙন এলাকা থেকে ফোন দিলে তিনি বিরক্ত বোধ করেন। এমন পরিস্থিতিতে রাজারহাট উপজেলার ঘড়িয়ারডাঙ্গা, বিদ্যানন্দসহ পার্শ্ববর্তী অনেক ইউনিয়নের শত শত ঘর-বাড়ি ও ফসলি জমি নদী গর্ভে চলে যায়।


অথচ পূর্বের নির্বাহী প্রকৌশলীগণ জরুরি ভিত্তিতে কাজ করে তিস্তার ভাঙন ঠেকানোর কাজ করে তাদের ঘর-বাড়ি রক্ষা করেছিল। এ অবস্থায় বর্তমান নির্বাহী প্রকৌশলীকে বদলি করে একজন দক্ষ নির্বাহী প্রকৌশলীকে নিয়োগ দেয়ার দাবি জানান তারা। এ সময় তিস্তা পাড়ের মানুষকে বাঁচাতে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান বক্তারা।


পরে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর বদলির দাবিতে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন মানব বন্ধনকারীরা।


এ বিষয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, এ মৌসুমে তিস্তার ভাঙন রোধে ৭-৮টি স্পটে আমরা কাজ করেছি। তবে কিছু স্থানে ভাঙন আছে, সেখানেও টেন্ডারের মাধ্যমে কাজ করা হবে।


বিবার্তা/বিপ্লব/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com