
দিনাজপুরের হাকিমপুর হিলিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য 'আগামী প্রজন্মকে সক্ষম করি- দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি'।
রবিবার (১৩ অক্টোবর) বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, স্থানীয় ফায়ার সার্ভিস অফিসের ইনচার্জ মিজানুর রহমান, প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, হাকিমপুর হিলি পৌর সভার প্রকৌশলী আব্দুর রাজ্জাক সহ অনেকে।
এসময় বক্তারা বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবিলায় নিজেদের জীবন রক্ষাসহ সম্পদের ক্ষতি কমাতে নানা বিষয় নিয়ে আলোচনা করেন এবং প্রাথমিক অবস্থায় করনীয় বিষয়ে কিছু প্রামাণ্য চিত্র তুলে ধরেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
বিবার্তা/রববানী/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]