
'আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি' এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর মান্দায় 'আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৪' উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহড়া প্রদর্শিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, মান্দা ফায়ার সার্ভিসের লিডার শফিউর রহমান, উপজেলা সরকারি শিক্ষা অফিসার জহুরুল ইসলাম, কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, কয়াপাড়া কামারকুড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কান্তি কুমার সরকার, প্রসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, মান্দা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাদুল তুহিন, সাংগঠনিক সম্পাদক রায়হান আলী, প্রকল্প বাস্তবায়ন অফিসের আরিফ খান, আশিকুর রহমান সোহাগসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/আপেল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]