
ঠাকুরগাঁওয়ে বাজার স্থিতিশীল ও স্বাভাবিক রাখতে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এসময় সরকার নির্ধারিত রেটের অধিক দামে ডিম বিক্রি করার অপরাধে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহম্মেদের ঠাকুরগাঁও নর্থ এগ লিমিটেড কোম্পানিকে ১ লাখ ও আরেক প্রতিষ্ঠান জমজম ডিম আড়তকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
১২ অক্টোবর, শনিবার বিকেলে জেলা শহরের বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে এই অভিযান চালানো হয়।
অভিযানে সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খাইরুল ইসলামের নেতৃত্ব উপস্থিত ছিলেন, ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক, প্রাণিসম্পদ কর্মকর্তা, জেলা কৃষি বিপণন কর্মকর্তা, জেলা মার্কেটিং অফিসার, থানা পুলিশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী।
জানা গেছে, জেলার বাজার স্থিতিশীল ও স্বাভাবিক রাখতে কালিবাড়ী বাজারের খুচরা বিক্রেতাদের অভিযোগে পাইকারি ডিম বিক্রেতা জমজম ডিম আড়তে অভিযান চালানো হয়। পরে ক্রেতাদের অভিযোগের সূত্র ধরে নর্থ এগ লিমিটেডে অভিযান চালানো হয়। সেখানে সরকার নির্ধারিত দামে ডিম বিক্রি না করার ব্যাপারে নর্থ এগ লিমিটেড কোম্পানিকে জিজ্ঞাসা করা হলে তারা জানান রাজধানীর তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতি কর্তৃক সারাদেশে অতিরিক্ত মূল্য নির্ধারণকারী একটি সিন্ডিকেটের সাথে তারা জড়িত। এর সাথে কাজী ফার্মস, টাংগাইলের এগ কোম্পানি, রংপুরের ভিআইপি ডিম কোম্পানির শাহাদাৎ, পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের নর্থ এগ লিমিটেডও জড়িত।
আরো জানা যায়, সরকার নির্ধারিত দাম উৎপাদন পর্যায়ে ডিম প্রতি ১০.৫৮ টাকা এবং পাইকারি পর্যায়ে ২০ পয়সা লাভে ১০.৭৮ টাকায় বিক্রি করার কথা থাকলেও সংশ্লিষ্ট কোম্পানি কিংবা পাইকারি আড়তদাররা কোন প্রকার চালান ভাউচার না করে গোপনে সিন্ডিকেট সৃষ্টি করে বেশি দামে বাজারে ডিম ছাড়ে।
তাই দিনব্যাপী মোবাইল কোর্টের অভিযান পরিচালনাকালে সরকার নির্ধারিত দামের অধিক দামে ডিম বিক্রি করার অপরাধে জমজম ডিম আড়তকে ৫০ হাজার এবং নর্থ এগ লিমিটেড কোম্পানিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
ঠাকুরগাঁও ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শেখ সাদী বলেন, ডিমের দামসহ বিভিন্ন দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়েছে। বাজার তদারকির কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বিবার্তা/মিলন/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]