
রাজশাহীর পুঠিয়া উপজেলায় বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী ডালিম হোসেনকে (৩৮) আটক করেছে র্যাব-৫। শুক্রবার রাত ৮টার দিকে পুঠিয়া থানাধীন বানেশ্বর পূর্ব পাড়া নামক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার হেফাজতে থাকা ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আটককৃত ডালিম বানেশ্বর পূর্ব পাড়া গ্রামের মৃত ইউসুফ আলির ছেলে।
১২ অক্টোবর, শনিবার দুপুরে একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য রাজশাহী বানেশ্বর পূর্বপাড়া নামক এলাকায় অবৈধ মাদকদ্রব্য গাঁজার চালানসহ অবস্থান করছে। পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে জনৈক একজনকে হাতেনাতে আটক করে র্যাব। অপর একজন কৌশলে পালিয়ে যায়। এসময় দুটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, আসামি ডালিম সংঘবদ্ধ মাদক চক্রের একজন সদস্য। সে এবং পলাতক অজ্ঞাত আসামি দীর্ঘদিন যাবত গাঁজা, ইয়াবা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে এবং রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, ৪০ কেজি গাঁজা উদ্ধারের ঘটনায় পুঠিয়া থানায় একটি মামলা করা রুজু হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/মোস্তাফিজুর/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]