
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শিমুলতলা এলাকায় ইমামসহ দুজনকে কুপিয়ে পালাতে গিয়ে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম মিজানুর রহমান মিজু। তিনি শিমুলতলা গ্রামের তরিকুল ইসলামের ছেলে।
১০ অক্টোবর, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, সকাল ৮টার দিকে স্থানীয় মসজিদের ইমাম মোহাম্মদ হোসেনকে ছুরিকাঘাত করেন মিজু। এসময় ইমামকে রক্ষায় এগিয়ে এলে আহত হন একই গ্রামের হারুনুর রশিদ। পরে স্থানীয়রা মিজুকে ধরে পিটুনি দেয়। এতে গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, মিজু স্থানীয় মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক সেবন ও ব্যবসার অভিযোগ আছে।
শিমুলতলা গ্রামের একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করা শর্তে বলেন, মিজু দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সম্প্রতি তার ব্যাপারে পুলিশকে তথ্য দেওয়ায় স্থানীয় মাদকবিরোধী কমিটির ওপর ক্ষুব্ধ হন তিনি। এ কারণেই মোহাম্মদ হোসেনের ওপর হামলা করেন বলে ধারণা করা হচ্ছে।
সদর থানা সূত্রে জানা গেছে, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ফরহাদ আলী সুইট বলেন, নিহত ব্যক্তির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
বিবার্তা/জেএইচ/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]