নদী দখল নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ৩
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ১৮:৪৩
নদী দখল নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ৩
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের সিংড়ায় মদনডাঙ্গা নদী দখল নিয়ে নলডাঙ্গা ও সিংড়া উপজেলার দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় তিনজন আহত এবং পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর এর ঘটনা ঘটেছে।


মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে নাটোর সদর এলাকা থেকে কয়েকজন মোটরসাইকেল নিয়ে ঢাকঢোর বাজারে এলে তাদের নদী দখলকারী বলে মারধর শুরু করেন স্থানীয় গ্রামবাসী। এক পর্যায়ে পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।


জানা যায়, মদনডাঙ্গা নদী গ্রামের স্থানীয় একটি মাদ্রাসার নামে দীর্ঘদিন ভোগ দখল করে আসছিল ঢাকঢোর গ্রামবাসী। নদীটির অবস্থান নলডাঙ্গা উপজেলায় হলেও বরাবরই ঢাকঢোর গ্রামবাসী ভোগদখল ও মাছ শিকার করে। কিন্তু গত ৪ অক্টোবর নলডাঙ্গা উপজেলার মদনডাঙ্গা গ্রামের জেলেরা সেটিকে মৎস্য অভয়াশ্রম ঘোষণা করে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। এরপর থেকেই দুই গ্রামবাসীর মধ্যে উত্তেজনা দেখা দেয়।


সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম রব্বানী সরদার বলেন, সরকারি নদ-নদী, খাল-বিল দখল ও বিক্রয়ের কোনো সুযোগ নেই। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসমাউল হক বলেন, সরকারি নদীতে মৎস্য শিকার করা নিয়ে পার্শ্ববর্তী নলডাঙ্গা উপজেলার বাসিন্দাদের সঙ্গে সিংড়ার বাসিন্দাদের সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।


নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক বলেন, গতকাল সংঘর্ষের খবর জানতে পেরে নলডাঙ্গার সহকারী কমিশনারকে (ভূমি) কে পাঠিয়েছিলাম। তদন্ত করে যথাযথ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।


বিবার্তা/রাজু/রোমেল/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com